আমুদরিয়া নিউজ : কোচবিহারে মর্যাদার সঙ্গে পালিত হল বীর চিলা রায়ের ৫১৫ তম জন্ম জয়ন্তী। বুধবার কোচবিহার পুরসভার সামনে চিলা রায়ের জন্ম জয়ন্তী পালন করা হয়। এদিন পুরসভার সামনে থাকা চিলারায়ের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ আরও অনেকে। কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের পচাঁগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চানন মোড়ে চিলা রায়ের জন্ম জয়ন্তী পালন করা হয়। এদিন ইতিহাসের সন্ধানে আমরা সংগঠনের পক্ষ থেকে মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। চিলা রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিরা।এদিন সেখানে উপস্থিত ছিলেন পঞ্চানন অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন সঞ্জয় বিশ্বাস, অতুল দাস ও অন্যান্যরা। একই সঙ্গে এদিন তুফানগঞ্জ ১ ব্লকের অন্দরন ফুলবাড়ি চিলারায় গড়ে মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়।