আমুদরিয়া নিউজ : দাম্পত্য কলহ মেটাতে ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে স্বামী স্ত্রীর মধ্যে সই হল চুক্তি। সম্প্রতি এমনই একটি চুক্তিপত্রের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। চুক্তিপত্রে স্বামীর দাবি, বউ যেন কোনও বিবাদে স্বামীর পূর্বতন প্রেমিকার প্রসঙ্গ টেনে না আনেন। এ ছাড়াও বউ যেন দামী স্কিন কেয়ার প্রোডাক্ট না কেনেন ইত্যাদি। বউয়ের দাবি, স্বামী যেন ডাইনিং টেবিলে পারিবারিক বিষয় ছাড়া শেয়ার মার্কেটের প্রসঙ্গ না তোলেন। স্বামী যেন ঘনিষ্ঠ মূহুর্তে শেয়ার মার্কেটের কোনও প্রসঙ্গ না টানেন এবং বেডরুম সদা পরিচ্ছন্ন রাখেন ইত্যাদি। সেই ছবি দেখে নেটিজেনদের কমেন্ট, শেয়ার ব্যবসায়ীর বউকে শেয়ার ব্যবসায়ীই হতে হবে। তাতে ডাবল প্রফিট।
