আমুদরিয়া নিউজ : কর ফাঁকি দিয়ে ভুটান থেকে পশ্চিমবাংলায় মদ পাচারের ছক ভেস্তে গেলো এস এস বি ও রাজ্য আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের যৌথ অভিযানে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ইন্দো-ভুটান সীমান্তের কুমারগ্রাম থানা এলাকার কালিখোলায়। জানা গেছে আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেলের ভারপ্রাপ্ত আধিকারিক গোপন সূত্রে খবর পান পাচারকারীরা ভুটান থেকে প্রচুর পরিমান ভুটানী মদ কর ফাঁকি দিয়ে পশ্চিমবঙ্গে পাচারের ছক কষেছে। খবর পেয়ে আবগারি দপ্তরের কর্মীরা ইন্দো-ভুটান সীমান্তে কর্তব্যরত সশস্ত্র সীমা বল চৌত্রিশ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকের সাথে যোগাযোগ করে যৌথ অভিযান চালান। অভিযানে উদ্ধার হয় দুশো চৌষট্টি বোতলে থাকা একশ আটান্নব্বই লিটার ভুটানী হুইস্কি ও একশো কুড়ি বোতলে থাকা আটাত্তর লিটার ভুটানী বিয়ার।
পাচারকারীরা অভিযানের আঁচ পেয়ে পাচারের কাজে ব্যবহৃত সাতটি পুরনো সাইকেল সহ মদের বোতলগুলি সীমান্তের জঙ্গল পথে ফেলে রেখে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে আবগারি দপ্তর। মদের বোতলগুলি সহ সব সাইকেল বাজেয়াপ্ত করে আবগারি দপ্তর।