আমুদরিয়া নিউজ : ভিডিওয় দেখা যাচ্ছে বিমান দাঁড়িয়ে রয়েছে। যাত্রীরা একে একে উঠছেন তাতে। পাশেই বিমানের যন্ত্রাংশ ঠিক করতে ব্যস্ত নীল রঙের পোশাক পরিহিত এক মেকানিক। তাকেও দেখা যাচ্ছে ভিডিওর দৃশ্যে। তবে গোটা ঘটনায় তিনিই মূল বিষয়বস্তু। কারণ, কিছুক্ষণ পরেই তাকে তার পোশাক খুলে ফেলতে দেখা যায়। মেকানিকের নীল পোশাকের ভেতর থেকে বেরিয়ে আসে পাইলটের পোশাক। দেখে যাত্রীরা হতভম্ব। অবাক হওয়ার ছাপ তাদের চোখে মুখে স্পষ্ট। এই কাণ্ড দেখে যাত্রীরা আবার বিমান থেকে নামতে শুরু করে দেন। সম্প্রতি এই ট্রোল ভিডিওটি দেখে নেটিজেনদের প্রশ্ন, ইনি কী তাঁদের মধ্যেই পড়েন যাঁরা বাইরে এক আর ভেতরে আরেক।
