আমুদরিয়া নিউজ : বউকে কেয়ার না করেই বাইরের এক মহিলার জন্মদিন পালনে ব্যস্ত ছিলেন রাজস্থানের এক গ্রামের পঞ্চায়েত প্রধান। বউও কম যান না। কয়েকজনকে সঙ্গী করে চলে যান সেখানে, যে ফ্ল্যাটে ওই ভদ্রলোক রাত কাটানোর বন্দোবস্ত করেছিলেন। দরজায় ধাক্কা দিতে শব্দ পেয়ে দরজা খোলেন ওই প্রধান। তাঁর বউয়ের সাঙ্গপাঙ্গদের সটান প্রশ্ন, ‘কী করছিলেন কাকু ?’ ভদ্রলোক একটু ইতস্তত করেন। ভদ্রলোকের পেছনেই তাঁর সঙ্গিনিটি সেজেগুজে বসেছিলেন চেয়ারে। তাঁকে উদ্দেশ্য করে ঘরে প্রবেশকারীদের কয়েকজন ‘হ্যাপি বার্থ ডে’ বলে চেঁচিয়ে ওঠেন। সকলের পেছন পেছন ঘরে ঢোকেন ভদ্রলোকের স্ত্রী। অন্য মহিলার সঙ্গে দেখে স্বামীকে এই মারেন কী সেই মারেন। ভিডিও প্রকাশ্য আসতেই তুমুল ভাইরাল।
