আমুদরিয়া নিউজ : মালয়েশিয়ার এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেখানকার এক মহিলা পুলিশ অফিসার। রাস্তায় দাঁড়িয়ে ছিল একদল ইয়ার্কিবাজ তরুণ। ওই তরুণরা ইয়ার্কির ছলে ওই মহিলা পুলিশ অফিসারের গায়ে জল ছিটিয়ে দেয়। জল ছিটিয়ে উল্লাসে চিৎকারও জুড়ে দেয় তারা। সম্প্রতি ভাইরাল হয় এমন একটি ভিডিও। তবে ভিডিও এখানেই শেষ নয়। ওই মহিলা পুলিশ এটুও উত্তেজিত হননি। মনে মনে ভাবেন, রোসো বন্ধু ! দেখাচ্ছি আমি কে। কিছুক্ষণ পর তাঁর সহকর্মী পুলিশ অফিসারদের নিয়ে ফিরে আসেন মহিলা অফিসার। প্রথমে ইয়ার্কিবাজ তরুণদের ধরে এক লাইনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়। তারপর তাদের দিয়ে সাফ করানো হয় পাশের একটি বাড়ির বড়সড় একটি নোংরা বাগান।
