আমুদরিয়া নিউজ : দ্য স্যাটানিক ভার্সেস-এর লেখক তথা বুকারজয়ী সলমন রুশদির হামলাকারী হাদিমাতার দোষী সাব্যস্ত হয়েছে। তার অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। ২৩ এপ্রিল নিউইয়র্কের আদালতে সাজা ঘোষণা হবে। রুশদির আইনজীবীর দাবি, গায়ের জোরে বারবার ছুরির কোপ মারা হয়েছিল ৭৭ বছরের সাহিত্যিককে।
