আমুদরিয়া নিউজ : রিলস বানাতে গানের তালে দিব্যি নাচছিলেন চার তরুণী। সাদামাঠা রিলস যেমন হয় আরকি। একটু তফাতে ক্যামেরা রেখে একটি উঁচু বেদির মতো জায়গার ধার ঘেষে ভিডিও শুট করা হচ্ছিল। বেদির ধারের থেকে পেছন ফিরে ক্যামেরার দিকে তাকিয়ে নাচছিলেন তাঁরা। তাতেই বেশ টুইস্ট আসে ভিডিওতে। নাচতে নাচতে চার তরুণীর মধ্যে একজন বাকিদের অলক্ষ্যে বেদির ধার থেকে হঠাৎ ভূপতিত হন নীচু জমিতে। তাঁদের বান্ধবী যে পড়ে গিয়েছে বুঝতেই পারেননি বাকি তিন। তাঁরা সমান তালে নেচেই চলেছেন। তবে পড়ে গিয়ে তরুণীর অত মাথাব্যথা নেই। বাকিদের নাচের মাঝেই আবার উঠে এসে যোগদান করেন পড়ে যাওয়া তরুণী। রিল যেমন রেকর্ড হচ্ছিল তেমনই হতে থাকে। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, সাবধান ! শত কষ্টের মধ্যেও রিলসের মেজাজ যেন নষ্ট না হয়।
