আমুদরিয়া নিউজ : ট্রেনের টয়লেটে ঢুকে পুলিশকে ফাঁকি দিয়ে মহাকুম্ভে গেল তিন তরুণী। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা যাচ্ছে, তিন তরুণী টয়লেটে ভেতর দিব্যি খোশ মেজাজে দাঁড়িয়ে রয়েছে। একজন আবার কমোডের ওপর দাঁড়িয়ে। ক্যামেরা ধরে থাকা তরুণী তাঁদের পরিচয় দেয়। তরুণী নিজের নাম না বললেও তাঁদের একজন তাঁর বোন এবং একজন তাঁর বান্ধবী বলে জানায়। তাঁদেরই মধ্যে একজন মজা করে খোলার জন্য দরজার দিকে হাত বাড়ায়। ফোন ধরে থাকা তরুণী তাঁকে আবার বারণ করে। এভাবেই চলতে থাকে হাসাহাসি। মহাকুম্ভে গিয়ে তাঁরা আরও ভিডিও বানাবে বলে জানায়। ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য, সাহস দেখ !
