আমুদরিয়া নিউজ : ৯০ মিনিট ধরে খেলেছেন ২০২৩ সালের ১২ অক্টোবর, বিশ্বকাপ বাছাই পর্বে। ৫০০ দিন পর ফের ৯০ মিনিট মাঠে থাকলেন নেইমার। এবার ক্যাম্পেওনাতো পলিস্তায় ইন্তারনাসিওনাল দি লিমেইরার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে অবিশ্বাস্য এক অলিম্পিক গোল করেছেন নেইমার।
