আমুদরিয়া নিউজ : সমুদ্র উপকূলের বিস্তীর্ণ অঞ্চল ভরে গেছে কচ্ছপে। শুধু কচ্ছপ আর কচ্ছপ! এমনই দৃশ্য ওড়িশা সমুদ্র উপকূলে। জানা গিয়েছে, আচমকাই সাত লক্ষ কচ্ছপ সমুদ্র উপকূলে ভিড় জমিয়েছে। এগুলি মূলত অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ। অলিভ রিডলের ভিড়ে ছেয়ে গিয়েছে ওড়িশা উপকূল। ইতিমধ্যে এই ছবি তুলে ধরা হয়েছে ওড়িশা টুরিজম বিভাগের তরফে।
সমুদ্র তটে এক সঙ্গে লক্ষ লক্ষ কচ্ছপের উপস্থিতি দেখে বিস্মিত হচ্ছে সাধারণ মানুষ।