আমুদরিয়া নিউজ : তামিলনাড়ুতে হিন্দি ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার জেরে ভাষা যুদ্ধের ইঙ্গিত উদয়নিধি স্ট্যালিনের। এই আবহেই বিজেপি ছাড়লেন অভিনেত্রী রঞ্জনা নাচিয়ার। তিনি জানান, বিজেপি মানুষকে দেশ রক্ষার কথা জানালেও, আসলে এরা জাতীয়তাবাদের নামে নোংরা রাজনীতি খেলছে।