আমুদরিয়া নিউজ : কলকাতার বেহালার শকুন্তলা পার্কের একটি চিমনি ও ওয়াটার পিউরিফায়ারের দোকান থেকে বাবা ও তাঁর অটিজমে আক্রান্ত মেয়ের ঝুলন্ত দেহ মিলেছে। পুলিশ জানায়, মৃতদের নাম স্বজন দাস (৫৩) ও সৃজা দাস (২২)। স্বজনের মূল বাড়ি মহেশতলা এলাকায়। তিনি শুক্রবার মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন। বাড়ি ফেরেননি। সন্ধে ৭টা নাগাদ বেহালার ওই এলাকার দোকান থেকে দুজনের ঝুলন্ত দেহ মেলে। কীভাবে মৃত্যু তা পুলিশ তদন্ত করে দেখছে।
