আমুদরিয়া নিউজ : হলিউডের বিখ্যাত অভিনেতা জিন হ্যাকম্যান (৯৫) এবং তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার(৮৫) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি সান্তা ফে কাউন্টি এলাকায় তাঁদের বাড়িতে আলাদা ঘরে দেহ দুটি মেলে। কাছেই একাধিক পোষা কুকুরের দেহ ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, প্রায় এক সপ্তাহ আগে দুজনের মৃত্যু হয়েছে। জিন হ্যাকম্যান দুবার অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। দ্য ফ্রেঞ্চ কানেকশন (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমায় তাঁর ভূমিকার জন্য অস্কার জিতেছিলেন। তিনি ‘বনি এবং ক্লাইড’ (১৯৬৭), ‘আই নেভার সাং ফর মাই ফাদার’ (১৯৭৯), এবং ‘মিসিসিপি বার্নিং’ (১৯৮৮) সহ আরও কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হন। হ্যাকম্যান, ‘সুপারম্যান’ (১৯৭৮) এবং ‘সুপারম্যান ২’-এ লেক্স লুথরের চরিত্রে অভিনয়ের পাশাপাশি আরও বহু সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন। ২০০৪ সালে ‘ওয়েলকাম টু মুসপোর্ট’-এ তার শেষ অন-স্ক্রিন উপস্থিতিও মনে রাখার মতো। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, কোনও বিষক্রিয়া অথবা ওষুধের কারণে মৃত্যু হয়েছে।