আমুদরিয়া নিউজ : জর্ডন থেকে অবৈধভাবে ইজরায়েল প্রবেশের চেষ্টা। সেনার গুলিতে নিহত কেরলের যুবক, থমাস গ্যাব্রিয়েল পেরেরা। তিনি তিরুবনন্তপুরমের বাসিন্দা। তাঁদের ইজরায়েলে প্রবেশের কারণ স্পষ্ট নয়। জানা গিয়েছে, বন্ধুদের সাথে জর্ডনে বেড়াতে গিয়েছিলেন তিনি। আহত আরও ১ জন। থমাসের পরিবারকে চিঠি পাঠানো হয়েছে। ঘটনায় ডাঙ্কি রুটের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
