আমুদরিয়া নিউজ : আজ সোমবার থেকে শুরু হয়ে গেল ৫ দিন ব্যাপী সর্বভারতীয় ডাক বিভাগীয় ক্যারম প্রতিযোগিতা । প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে তিরুপতির মাল্টি স্পোর্টস ইনডোর স্টেডিয়ামে।ভারতের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী মোট ১৩ টি পোস্টাল সার্কেল দল এই টুর্নামেন্ট এ অংশগ্রহণ করেছে।এই দলগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ , হরিয়ানা ,হিমাচল প্রদেশ ,ঝাড়খণ্ড ,কর্ণাটক ,মহারাষ্ট্র ,ওড়িশা ,রাজস্থান ,তামিলনাড়ু ,তেলেঙ্গানা ,উত্তরপ্রদেশ ,দিল্লী ও পশ্চিমবঙ্গ। প্রতিযোগিতাটি চলবে ৭ মার্চ পর্যন্ত।