আমুদরিয়া নিউজ : প্রেমিকের হাতে খুন হন হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানি নারওয়াল, এমনই জানানো হয় পুলিশের তরফে। মহিলার সুটকেসবন্দি দেহ উদ্ধারের পরই তদন্ত শুরু হয়। ঘটনাটি ২৮ ফেব্রুয়ারির। এবার প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যায়, তাঁর প্রেমিক একটি ভারী সুটকেস টেনে নিয়ে যাচ্ছেন। যদিও তাঁর প্রেমিক আগেই নিজের অপরাধ স্বীকার করেছিল। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তুলেছে মৃতার পরিবার।
