আমুদরিয়া নিউজ : কাউকে পাকিস্তানি বা মিয়াঁ বলে ডাকা আপত্তিকর হলেও অপরাধের নয়, বলল সুপ্রিম কোর্ট। এমনই এক মামলায়, সংবিধানের ২৯৮ ধারা উল্লেখ করে অভিযুক্তকে বেকসুর খালাস করেছে বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। জানা গিয়েছে, শামসুদ্দিন নামে এক সরকারি কর্মীকে তাঁর সহকর্মী হরিনন্দন সিং মিয়াঁ, পাকিস্তানি বলে আপত্তিকর ভাবে ডাকায় তিনি ওনার নামে এফ আই আর দায়ের করেন। যার পরেই সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্ত জানায়।
