আমুদরিয়া নিউজ : প্রেমিক প্রেমিকা একসাথে রাস্তা দিয়ে হাঁটছিলেন। প্রেমিকের ডানদিকে ছিলেন প্রেমিকা। হাঁটতে হাঁটতেই প্রেমিকের বাঁদিক থেকে একটি অন্য মেয়ে এসে ওই প্রেমিকের হাতে একটুকরো কাগজ গুঁজে দিয়ে চলে গেল। যাওয়ার আগে মেয়েটি তাঁকে ফোন করার ইশারাও করে গেল। কাগজের টুকরোয় নিশ্চই ওই মেয়েটির ফোন নাম্বার দেওয়া ছিল। তবে প্রেমিক কাগজটা খুলেও দেখলেন না। প্রেমিকা এসব কিছুই দেখতে পেলেন না। প্রেমিকার অজান্তেই প্রেমিক তাঁর বিশ্বস্ততা বজায় রাখলেন। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, চমত্কার ভিডিও।
