আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থেকে সলসলাবাড়ি পর্যন্ত মহাসড়ক ঈস্ট ওয়েস্ট করিডোর চার লেনে সম্প্রসারনের কাজ চলছে। সড়ক সম্প্রসারন কাজের জন্য প্রয়োজন প্রচুর মাটি। ডাম্পারে করে বাইরে থেকে মাটি এনে ফেলা হচ্ছে সড়কের কাজে। আর এই মাটি থেকে উড়ছে ধূলা। মহাসড়কের পার্শ্ববর্তী বাসিন্দাদের অভিযোগ ধূলায় তাদের জীবন অতিষ্ঠ। বারবার মহাসড়কের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বাসিন্দারা পথ অবরোধ করে মহাসড়ক নির্মানের বরাতপ্রাপ্ত সংস্থা গুলোকে জল সিঞ্চনের দাবি জানাচ্ছেন। বাসিন্দাদের অভিযোগ পথ অবরোধ হবার পর দু চারদিন জল সিঞ্চন করা হয় তারপর ফের আগের অবস্থায় ফিরে আসে। তারা জানান মহাসড়কের কাজ ভালোভাবে হোক এটা তারা সকলেই চাইছেন কিন্তু তাদের দাবি প্রতিদিন জল সিঞ্চন করে ধূলা যাতে না ওড়ে তার ব্যবস্থা করুক ঠিকাদার সংস্থা। ধূলায় তাদের বাড়িঘর আসবাবপত্র খারাপ হবার পাশাপাশি খাবারে মিশছে ধূলা। ধূলার জন্য সর্দিকাশি এলার্জি লেগেই আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের সোনাপুর পুলিশ ফাঁড়ির সামনে বাসিন্দারা একই দাবিতে পথ অবরোধ করেন। পুলিশের মধ্যস্থতায় মহাসড়ক নির্মানের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার লোকজন অবরোধকারীদের সাথে কথা বলে প্রতিদিন জল সিঞ্চন করার প্রতিশ্রুতি দিলে বাসিন্দারা পথ অবরোধ তুলে নেন।
