আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শামুকতলা থানার চুনিয়া গেট এলাকার বাইশটি আদিবাসী পরিবার দীর্ঘদিন ধরে ভুগছেন জল কষ্টে। তারা জানান চুনিয়াঝোড়া চা বাগান কর্তৃপক্ষ প্রতিদিন সকাল ছটা ও দুপুর একটায় বন দপ্তরের চুনিয়া গেটে জলের ট্যাঙ্কার নিয়ে আসেন। জলের ট্যাঙ্কার দেখেই আদিবাসী পরিবারগুলির শিশু, মহিলা, পুরুষ সকলেই জলের পাত্র নিয়ে ছুটে আসেন জল সংগ্রহ করতে। এই জলই তাদের ভরসা। তারা জানান গৃহকর্মের সকল কাজ, শৌচকর্ম সহ পানীয় জলের প্রয়োজন সবটাই মেটাতে হয় এই জলে। একারণে জলের ট্যাঙ্কার দেখেই তারা ব্যস্ত হয়ে পড়েন জল সংগ্রহের জন্য।
আদিবাসী পরিবারগুলির অভিযোগ তাদের সমস্যার কথা শুনে অনেকেই আশ্বাস দেন কিন্তু সমস্যার সমাধান করতে কেউ আজ পর্যন্ত এগিয়ে আসেননি।