আমুদরিয়া নিউজ : এয়ার ইন্ডিয়ার গাফিলতি নিয়ে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, দিল্লি এয়ারপোর্টে এক প্রাক্তন সেনাকর্মীর বছর ৮২ এর স্ত্রী তাঁর নাতনিকে নিয়ে গিয়েছিলেন। হুইল চেয়ারের জন্য আবেদন করা হলে, জানানো হয় আগে থেকে বুকিং না থাকার জন্য চেয়ার পেতে দেরি হবে। ফলে, তাঁরা হেঁটেই এগোতে থাকেন। একটি কাউন্টারের কাছে গিয়ে বৃদ্ধা পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হন। কিন্তু, সেখানে তাঁকে কোনও প্রাথমিক চিকিৎসা না দিয়ে ১ ঘণ্টা পর হুইল চেয়ারে করে বিমানে ওঠানো হয়। এখন সেই বৃদ্ধা আইসিইউতে। তাঁর নাতনি এয়ার ইন্ডিয়ার এই গাফিলতির তীব্র নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন। বিমান সংস্থাটিও পরে নিজের ভুল স্বীকার করেছে, তবে তদন্ত ছাড়া তাঁর নাতনি কোনও উত্তর দেবেন না বলে জানিয়েছেন।
