আমুদরিয়া নিউজ : স্টিলের গ্লাসের ভেতর, চামচ রাখার পাত্রে, ওয়ারড্রবে, আলমারিতে যত ৫০০ টাকার নোট ছিল সব বের করে আনল বউ। স্বামীকে ফোনে কথা বলতে শুনেছে সরকার নাকি নতুন ৫০০ টাকার নোট বের করেছে। পুরোনো বাতিল করে নতুন নোট ব্যাংক থেকে নিয়ে আসতে হবে। নোটগুলো জোগাড় করে বউ একটু ভয়ে ভয়ে স্বামীকে গিয়ে বলল, এই নোটগুলো একটু চেঞ্জ করে আনবে ? স্বামী হেসে জিজ্ঞাসা করল, এত টাকা কোথায় পেলে ? বউ ইতস্তত করে বলল, আমি জমিয়েছি। স্বামী এবার বলল, সরকার থেকে কোনও কিছুই বলেনি। আসলে আমার দুদিন থেকে টাকার হিসেব মিলছিল না। তাই ঢপ দিলাম। শুনে বউ অজ্ঞান। ভিডিও তুমুল ভাইরাল।
