আমুদরিয়া নিউজ : মোবাইল হাতে নিয়ে ভিডিও কলে ব্যস্ত ছিলেন এক তরুণী। রাস্তার মধ্যে দাঁড়িয়ে বার্তালাপ চলছিল। হঠাৎ বাইকে করে দুই তরুণ এসে তরুণী হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে পালায়। তরুণী কিছু বলবার চেষ্টা করেন। কিন্তু পারেন না। ছিনতাইকারীরাও বেশ খুশি হয়েছিল। কিন্তু মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই তাদের চক্ষু চড়কগাছ। ওই তরুণী আসলে তার স্বামীর সঙ্গে কথা বলছিলেন। ভিডিও কল তখনও চলছে। স্ক্রিনে দেখা যাচ্ছে খাকি পোশাক পরে রয়েছেন ওই তরুণীর বর। তিনি পুলিশ। ছিনতাইকারীদের তখন বুঝতে বাকি নেই তারা কার মোবাইল চুরি করেছে।
