আমুদরিয়া নিউজ : ট্রেন হাইজ্যাক করার ২৪ ঘণ্টার মধ্যেই সেনাবাহিনী অভিযান চালিয়ে জঙ্গিদের হত্যা করে শতাধিক যাত্রীকে উদ্ধার করল। মঙ্গলবার জঙ্গিরা রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে হাইজ্যাক করেছিল। রাতভর অভিযান চালিয়ে অন্তত ১৬ জন জঙ্গিকে মেরে যাত্রীদের উদ্ধার করেছে পাক সেনাবাহিনী। এক্সপ্রেস ট্রেনটি কোয়েটা থেকে পেশওয়ার, খাইবার পাখতুনখোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
