আমুদরিয়া নিউজ : মেয়ের ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি কারাগারে আত্মঘাতী হন। বুধবার বিষয়টি জানিয়েছে জেল কর্তৃপক্ষ। ঘটনাটি মধ্যপ্রদেশের খান্ডোয়ার জেলা কারাগারের। প্রসঙ্গত, ২০২১ সালে ৭ মার্চ, আদালত তার ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। জেল সুপারিনটেনডেন্ট জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
