আমুদরিয়া নিউজ : ইন্ডিয়ান আর্মির ত্রিশক্তি কর্পসের উদ্যোগে হওয়া গোল্ডেন ভয়েস অব সিকিম প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতলেন ডকিত লেপচা। প্রথম রানার আপ হয়েছেন সোনম ভুটিয়া এবং দ্বিতীয় রানার আপ হন প্রণিতা তামাং। একাধিক রাউন্ডের পরে ফাইনালে ৮ জনকে বাছাই করেছিলেন বিচারকরা। সেই ফাইনালিস্টদের মধ্যে থেকে সেরা হয়েছেন ডকিত। ফাইনাল রাউন্ডে অন্তত ৫ হাজার জন দর্শক ছিলেন। বিচারক, দর্শক, শ্রোতা মিলিয়ে ভোটাভুটি হয়েছে। তাতে প্রায় ১০ হাজারের বেশি ভোট পড়ে। বিচারকমণ্ডলীতে ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ রেমন্তী রাই, গীতা শর্মা এবং রেওয়াজ গুরুং।
এই গোল্ডেন ভয়েস অব সিকিম প্রতিযোগিতায় ভলান্টিয়ার হিসেবে অংশ নেন নানা রাজ্যের তরুণরাও। কর্ণাটক, ছত্তিশগড়, গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি সহ অন্যান্য রাজ্যের তরুণরা ওই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছেন। ফাইনালের সময়ে শ্রীমতী জিগনা সোমিয়ার শিল্পকর্মের প্রদর্শনীর আয়োজন করা হয়। ভলান্টিয়াররাও নানাভাবে অংশগ্রহণ করেন। দেশের নানা এলাকার ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে ইন্ডিয়ান আর্মির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।