আমুদরিয়া নিউজ : দিনদিন রমরমিয়ে বাড়ছে বেটিং অ্যাপের প্রচার। ফলত একাধিক মানুষ প্রতারিত হয়ে চলেছেন। এবার এই বেটিং অ্যাপের প্রভাব বন্ধ করতে কড়া পদক্ষেপ নিল হায়দ্রাবাদ পুলিশ। অনলাইন বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে পাঞ্জাগুট্টা পুলিশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইমরান খান, বিষ্ণুপ্রিয়া, হর্ষ সাই, শ্যামলা, রিতু চৌধুরী এবং আরও অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এক পুলিশ কর্মী জানান, এই প্রভাবশালীরা আইন লঙ্ঘন করে অবৈধ জুয়া এবং বাজি রাখার অ্যাপের প্রচার করছে। এই ধরণের অবৈধ প্ল্যাটফর্ম ব্যবহার রোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর এই উদ্যোগকে অনেকেই সমর্থন জানিয়েছেন।
