আমুদরিয়া নিউজ : বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। সোমবার রাতে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি অনেকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁকে প্রথমে ভর্তি করানো হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকেই নেওয়া হয় কলকাতার ওই বেসরকারি হাসপাতালে।
১৯৪১ সালের ৩ এপ্রিল বালুরঘাটেই জন্ম তাঁর। ছোটবেলা থেকেই ছিল নাটকের প্রতি ঝোঁক। কৈশোরে বন্ধুদের নিয়ে তৈরি করেন নাট্যদল ‘তরুণ তীর্থ’। ১৯৬৯–এ প্রতিষ্ঠা করেন নাট্যদল ‘ত্রিতীর্থ’। তাঁর মঞ্চস্থ করা একটি নাটক হল আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে ‘দশ পুতুল’। সেটি দূরদর্শনে সম্প্রচারিত হয়। তাঁর শেষ মঞ্চাভিনয় ২০১৭ সালে। রাজবংশী ভাষায় ‘রক্তকরবী’ নাটকে।

প্রয়াত নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়
Leave a Comment