আমুদরিয়া নিউজ : জলপাইগুড়ি জেলার মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া জঙ্গল তিন দিন ধরে জ্বলছে। স্থানীয়দের অনুমান, কেউ শুকনো পাতায় আগুন লাগিয়ে দিয়েছে। পরিবেশপ্রেমীরা জানান, বন দফতরের উচিত আগুন নেভানোর দ্রুত ব্যবস্থা করা। তা না হলে বন্য প্রাণী ও বনের গাছপালার বিপুল ক্ষতি হতে পারে।
