আমুদরিয়া নিউজ : মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অবধি ভিন্ন তিনটি জায়গায় একজনের দেহের একাধিক টুকরো খুঁজে পায় কাসিমকোটা পুলিশ। প্রথমে তাঁরা দেহটি কোনও মহিলার দেহ হিসেবে শনাক্ত করলেও পড়ে তাঁরা বুঝতে পারেন তা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের একজনের দেহ। দেহাংশ গুলি উদ্ধার করাকালীন তদন্ত করতে ও অভিযুক্তদের খুঁজতে আটটি দল গঠন করেন পুলিশ। বিপুল সংখ্যক ট্রান্সজেন্ডার আনাকাপাল্লি শহরের নেহেরু চকে বিক্ষোভ করে এবং অভিযুক্তদের ফাঁসির দাবি জানায়।
পুলিশ মারফত জানা গিয়েছে, মৃতের নাম দিলীপ কুমার ওরফে ইন্দিরা দীপা। দেড় বছর আগে দীপার লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার কথা জানতে পেরে তার পরিবার তাকে পরিত্যাগ করেছিল। তিনি পশ্চিম গোদাবরী জেলার তানুকুর বাসিন্দা। ২৬ বছর বয়সী বি দুর্গা প্রসাদ ওরফে বানির সাথে লিভইন রিলেশনশিপে ছিলেন। সে অনলাইন ডেলিভারি এজেন্সির ডেলিভারি বয়। তারা মুনাগাপাকা মণ্ডলের নাগুলাপল্লি গ্রামে থাকত।
বানিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হত্যার পেছনের কারণ হিসেবে অভিযুক্ত জানায় মৃত ব্যক্তির বিশ্বস্ততার উপর তাঁর সন্দেহ ছিল এবং দীপা নাকি নিষিদ্ধ পল্লিতেও যাতায়াত করতেন এমনই জানতে পেরেছিল তাঁর প্রেমিক। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।