আমুদরিয়া নিউজ : এবার সাংবাদিকদের গ্রেফতার শুরু হল তুরস্কের ইস্তাম্বুলে। ওই দেশের একটি মিডিয়া সংস্থা জানিয়েছে, ইস্তাম্বুলের মেয়র, যিনি রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগানের বিরুদ্ধে আগামী প্রেসিডেন্ট ভোটে লড়তে চলেছেন, তাঁকে জেলে পোরার প্রতিবাদে যে বিক্ষোভ হচ্ছে তা নিয়ে খবর করায় কয়েকজন সাংবাদিককে সোমবার গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার ইস্তাম্বুলের মেয়র একরেম ইমা মোগলুকে গ্রেফতার করা হয়। এর পরেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। তাই ব্যাপক ধরপাকড় চলছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সূত্রে জানা গিয়েছে, অন্তত ৭০০টি অ্যাকাউন্ট ব্লক করতে চাইছে তুরস্ক সরকার। ইস্তাম্বুলের মেয়রের সমর্থনে তুরস্ক জুড়ে লক্ষ লক্ষ মানুষ ব্যাপকভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন।

ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারে দেশজুড়ে বিক্ষোভ, তুরস্কে ধৃত বহু সাংবাদিকও
Leave a Comment