আমুদরিয়া নিউজ : নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যা এখন পর্যন্ত মহাকাশে উৎক্ষেপণ করা সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। সম্প্রতি এটি সদ্য সৃষ্টি হচ্ছে এমন এক নক্ষত্র থেকে গ্যাস এবং ধূলোর স্রোতের ছবি তুলেছে। ছবিতে নক্ষত্রটি সাপ কিংবা টর্নেডোর মতো আকার ধারন করেছে। নাসা এর নাম দিয়েছে হারবিগ-হ্যারো ৪৯/৫০। সোমবার এক বিজ্ঞপ্তিতে নাসা জানিয়েছে, এইচএইচ ৪৯/৫০ পৃথিবী থেকে প্রায় ৬২৫ আলোকবর্ষ দূরে চামেলিয়ন নক্ষত্রমণ্ডলে অবস্থিত। নাসার মতে এটি আমাদের মিল্কিওয়ে ছায়াপথের সবচেয়ে কাছের একটি ছায়াপথ হতে চলেছে।
