আমুদরিয়া নিউজ : সমাজ যখন বদলেই যাচ্ছে তখন তখন পাখিরাও সেই দৌড়ে পেছনে থাকবে কেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাখি প্লেনের পাখায় বসে রয়েছে। দেখে অনেকে ভেতর থেকে বলছেন ও মনে হয় প্লেনের টিকিট কেটেই ভ্রমণ করছে। আবার অনেকে বলেন উড়ে উড়ে ওর ডানা ব্যাথা হয়ে গিয়েছে তাই কিছুটা পথ বিমানে করেই যাবে।