আমুদরিয়া নিউজ : এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে ভারত। তারপর থেকেই বিতর্কের শুরু। সুনীল ছেত্রীর পারফরম্যান্স নিয়েও চলছে কাটাছেঁড়া। এমন সময় সুনীলের পাশে দাঁড়ালেন বাইচুং ভুটিয়া। তিনি জানান, সুনীলের ওপর অতিরিক্ত নির্ভর হওয়াই বুঝিয়ে দিচ্ছে ভারতীয় দলে স্ট্রাইকারের অভাব রয়েছে। বিষয়টা জাতীয় দলের জন্য মোটেই ভাল নয় এমনই বোঝাতে চেয়েছেন তিনি।
