আমুদরিয়া নিউজ : স্বামী আর দেওরের উদ্দেশ্যে মহিলা বললেন, আরে সামান্য আরশোলাই তো। ধরো আর ফেলে দাও। এই সামান্য একটা প্রাণীর জন্য এতো কথা ? স্বামী আর দেওর মহিলার দিকে তাকিয়ে রইলেন ঠায়। মহিলা এবার আরও বিরক্ত। বললেন, দেখছো কী ? যাও দুজন দুটো ঝ্যাটা নিয়ে এসো। একজন ধরো একজন ফেলো। আমাকে আর বিরক্ত করো না। স্বামী ও দেওরের ঘোর তখনও কাটেনি। তারা চোখের পলক না ফেলেই তাকিয়ে রয়েছেন মহিলার দিকে। মহিলা এবার আবার বললেন, তাড়াতাড়ি হাত লাগাও। আর কতক্ষণ আলমারির ওপর বসে থাকবো ? আমার কী খেয়েদেয়ে কাজ নেই?
