আমুদরিয়া নিউজ : অটোয় বসে ভিডিও তুলতে তুলতে যাচ্ছিলেন তরুণী। ভিডিওয় দেখা যাচ্ছে, ড্রাইভারের সিটের ওপর দিকে অটোর গায়ে লেখা ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড। গোটা অটোয় তিনটে স্ক্রিনে ভিডিও দেখার ব্যবস্থা। বসার সিটের বা দিকে ম্যাগাজিনের কালেকশন। অটোর গায়েও বড় বড় করে লেখা লাক্সারি অটো। সম্প্রতি নেটপাড়ায় অটোর এই ভিডিওটি বেশ ভাইরাল। ভিডিও দেখে নেটিজেনদের উৎসাহও আর ধরে না। অনেকগুলোর মধ্যে একটি কমেন্ট, এ তো ট্যাক্সিকেও হার মানাবে।
