আমুদরিয়া নিউজ : রবিবার আর্জেন্টিনার বুয়েনস আইরেসে শুটিং বিশ্বকাপে এয়ার রাইফেলে সোনা জিতেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন রুদ্রাঙ্কশ পাতিল । ফাইনালে তিনি একাধিক স্বর্ণপদক জয়ী ইস্তভান পেনিকে ১.২ পয়েন্টে হারিয়েছেন। এক রোমাঞ্চকর ফাইনালে, ২১ বছর বয়সী রুদ্রাঙ্কশ তার দক্ষতার শীর্ষে উঠে আসেন, শেষ দুটি শটে ১০.৪ এবং ১০.৮ স্কোর করে সাতবারের বিশ্বকাপ স্বর্ণপদক বিজয়ী ইস্তভানের বিরুদ্ধে তার আধিপত্য বজায় রাখেন।
