আমুদরিয়া নিউজ : বন্ধুর কাণ্ড গাড়ি থেকেই রেকর্ড করছিল তার বন্ধুবান্ধব। দেখা যাচ্ছে তাদের বন্ধু মোবাইল দেখতে দেখতে শপিং মল থেকে বের হচ্ছে। তারাও বসে ছিল সে কখন গাড়িতে এসে উঠবে। তবে তাদের বন্ধুর মোবাইলপ্রীতি ভয়ানক। সে মুখ নিচু করে মোবাইল দেখতে দেখতে গিয়ে উঠে বসল সামনের একটি অচেনা গাড়িতে। বন্ধুরা পেছন থেকে হাসির রোল ওঠালো। কিছুক্ষণ পরে তাদের প্রিয় বন্ধু সামনের গাড়ি থেকে বেরিয়ে মাথা ঝুঁকিয়ে বেশ ক্ষমা টমা চাইল। তারপর বন্ধুদের গাড়ির দিকে এগিয়ে এল। তার বন্ধুদের মজা তখন দেখবার মতোই ছিল।
