আমুদরিয়া নিউজ : ১২ এপ্রিল, শনিবার পূর্ণিমার রাতে এবং রবিবার রাতে কোনও রকম টেলিস্কোপ ছাড়াই খালি চোখে ভারতের আকাশ থেকে গোলাপি চাঁদের দেখা মিলবে। তবে, জেনে রাখা ভাল গোলাপি চাঁদ মানে চাঁদকে গোলাপি রঙের দেখাবে তেমনটা নয়। এই নামটির অর্থ বসন্তে ফোটে এমন একটি ফুল যাকে ফ্লোক্সও বলা হয়। এছাড়াও এদিন চাঁদকে সারা বছরের তুলনায় কিছুটা ছোট এবং কম ঝলমলে দেখাবে কারণ এটি একটি মাইক্রো মুন হবে। মূলত আদিবাসী আমেরিকান ও ইউরোপীয়রা ঋতুর পরিবর্তনকে মনে রাখার জন্য চাঁদের এমন নামকরণ করতেন।
