আমুদরিয়া নিউজ : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা তছরুপের মামলায় ফেরার হিরে ব্যবসায়ী মেহুল চোক্সিকে বেলজিয়ম পুলিশ গ্রেফতার করেছে। গত শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি তিনি তাঁর বেলজিয়ান স্ত্রী প্রীতির সঙ্গে সে দেশে বসবাস করছেন। ভারত সরকারের পক্ষ থেকে সিবিআই চোক্সিকে গ্রেফতারের জন্য বেলজিয়ম সরকারকে অনুরোধ করেছিল। সেই প্রেক্ষাপটে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে যত দ্রুত সম্ভব ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে বেলজিয়ামে অনুরোধ জানানো হয়েছে। ৬৫ বছর বয়সী মেহুল বেলজিয়ামের জেলে। ২০১৮ সালের জানুয়ারি মাসে পিএনবি কেলেঙ্কারি সামনে আসে। এর পরে ভারত ছেড়ে পালান মোহুল। অ্যান্টিগা ও বারবুডায় থাকতে শুর করেন। তিনি সেখানকার নাগরিকত্বও পান। ২০২৩ সাল থেকে বেলজিয়ান স্ত্রীর সুবাদে বেলজিয়ামে বসবাস করতে থাকেন।