আমুদরিয়া নিউজ : আজ ১লা বৈশাখ ১৪৩২। নতুন আনন্দ, আশা নিয়ে নতুন বছরে পা রাখা। বাংলা সহ দেশ-বিদেশের বহু জায়গার মানুষ পঞ্জিকা দেখে এই দিনটি উদযাপন করেন। ভারতের এক রাজ্যে এর এক এক নাম। পাঞ্জাবে বৈশাখী, অসমে বিহু, কেরালাতে বিশু, তামিলনাড়ুতে পুথান্ডু। নাম আলাদা হলেও উৎসব কিন্তু একটাই। বিদেশি ধাঁচে যে যতই ১ জানুয়ারি কে নিউ ইয়ার হিসেবে পালন করুক না কেন, মানুষের মনে ১লা বৈশাখের জন্য একটা আলাদাই আবেগ থাকে। দেশের বিভিন্ন প্রান্তে আজ, ইংরেজির ১৫ এপ্রিল দিনটিতে নতুন বছরকে সাদর আনন্দে বরণ করে নিয়েছে মানুষ। রয়েছে একাধিক শোভাযাত্রা, নাচ, গানের অনুষ্ঠান, মিষ্টিমুখ।
