আমুদরিয়া নিউজ : ডাক্তার উম্মে কুলসুম এবং ডাক্তার আমতুরাকিব, যারা ইয়াকুব বোন নামেও পরিচিত। ওঁরাই ভারতের প্রথম মুসলিম মহিলা ডাক্তার হিসেবে পরিচিত।
১৯২০ সালে তাঁরা একসাথে আগ্রা মহিলা মেডিকেল স্কুল (বর্তমানে সরোজিনী নাইডু মেডিকেল কলেজ) থেকে মেডিসিনে লাইসেন্সপ্রাপ্ত মেডিকেল ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে তাঁরা লাইসেন্সিয়েট অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এবং তারপর এমবিবিএস ডিগ্রি লাভ করেন।
ছোটবেলা থেকেই তাদের বাবা মোহাম্মদ ইয়াকুব সমাজের উন্নয়নের জন্য মেয়েদের শিক্ষিত করার উপর জোর দিয়েছিলেন। তিনি তাঁর মেয়েদের পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তাঁর মেয়েদের এমন এক যুগে পড়াশোনা করার আত্মবিশ্বাস জুগিয়েছিলেন যখন মেয়েদের উচ্চশিক্ষা অর্জনে বাধা দেওয়া হত।
সামাজিক চাপের মুখে থাকা সত্ত্বেও, ইয়াকুব নিজের মেয়েদের আধুনিক শিক্ষা প্রদান করেন যা তাদের চিকিৎসাবিদ্যা বোঝার এবং ভারতের প্রথম মুসলিম মহিলা ডাক্তার হওয়ার সুযোগ করে দেয়।
ডাঃ আমতুরাকিব ভারতে বহু মানুষকে চিকিৎসা সেবা প্রদান করতেন। দেশভাগের সময় তিনি পাকিস্তানে চলে যান এবং করাচিতে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি খারাদার মেটারনিটি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরতা ছিলেন। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ওনারা মানুষের সেবা করেছেন।
তৎকালীন উত্তরপ্রদেশ সরকার ডাঃ আমতুরাকিবকে ফেলো অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি নামের সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছিল। ওনারা দুজনই বহু মেয়েকে চিকিৎসা ক্ষেত্রে যোগদান করার অনুপ্রেরণা জুগিয়েছে।