আমুদরিয়া নিউজ : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে অভিনব উপায়ে স্বাগত সাল ঢোকার সঙ্গে সঙ্গে ১৪৩২ বার ডুব দিয়ে বছরটিকে বরণ করলেন তিনি। এই উদ্যোগ দেখতে যমুনাবাঁধের পাড়ে ভিড় জমিয়েছিলেন বহু স্থানীয় মানুষ। ১৪৩২তম ডুব দিয়ে জল থেকে উঠতেই করতালি, পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সদানন্দবাবুকে শুভেচ্ছা জানান সকলেই। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর হীরালাল দত্তও। সদানন্দ দত্তের এই প্রচেষ্টা শুধুই রেকর্ড গড়ার চেষ্টা নয়, এটি এক ধরনের সামাজিক বার্তাও বয়ে আনে। নববর্ষ মানে শুধু আনন্দ নয়, নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করে নেওয়ারও এক নতুন সূচনা।
