আমুদরিয়া নিউজ : বিয়ের অনুষ্ঠানে মঞ্চের ওপর চেয়ারে বসে ছিলেন এক নববিবাহিত পাত্র। তার ভিডিও রেকর্ডিং চলছিল। হঠাতই এক তরুণ এসে পাত্রকে হাতে কিছু একটা ধরিয়ে দেয়। এপর্যন্ত ভিডিও দেখলে স্বাভাবিকভাবেই জিজ্ঞাসার উদ্রেক হওয়ারই কথা। পাত্রের পরবর্তী পদক্ষেপ না দেখা পর্যন্ত সাসপেন্স রয়ে যায় গল্পে। তবে পাত্রকে ওই তরুণ কী দিলেন তা পরিষ্কার হয় একটু পরে। কিছুক্ষণ পরেই পাত্রকে দেখা যায় তিনি তাঁর ডান হাতটি মুখের সামনে ধরলেন। এরপর ঠোঁটটা ফাঁক করেই মুখে পুরলেন কিছু একটা। আসলে অনেকক্ষণ বসে বসে পাত্র ধৈর্য্য হারিয়ে ফেলেছিলেন। তাই তিনি তার সাগরেদকে বলেছিলেন খৈনি বানিয়ে আনতে। সেটাই তিনি সকলকে ফাঁকি দিয়ে মুখে পুড়লেন। তবে ক্যামেরাকে ফাঁকি দিতে পারেননি। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, এরকম রহস্য তো জেমস বন্ডের সিনেমায় দেখা যায়।
