আমুদরিয়া ডেস্ক: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়ি দফতর, রাজ্যের সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি মেল ঘিরে শোরগোল ছড়াল। সোমবার সকালে ইমেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার পরেই তিরুঅনন্তপুরম জুড়ে তল্লাশি শুরু করে কেরল পুলিশ। মুখ্যমন্ত্রীর অফিস এবং তাঁর সরকারি বাসভবনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড। স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। তবে এখন পর্যন্ত কোনও স্থানেই কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে।
রবিবার তিরুঅনন্তপুরমের বিমানবন্দর কর্তৃপক্ষকে ইমেল করে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল। বিমানবন্দরে তল্লাশি শুরু করে কেরল পুলিশ, সিআইএসএফ। যদিও সন্দেহজনক কিছুই মেলেনি।শনিবারও তিরুবনন্তপুরমের একাধিক হোটেলে ধারাবাহিকভাবে বোমা হামলার হুমকি ইমেল পাঠানো হয়েছিল। তবে চিরুনি তল্লাশি চালিয়েও বিস্ফোরক কোন কিছুই পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয় যে, হুমকি ইমেলগুলো ভুয়ো ছিল।