আমুদরিয়া ডেস্ক: দার্জিলিঙে ফের দুর্ঘটনার কবলে টয় ট্রেন। চারচাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে থেমে গেল যাত্রা। মঙ্গলবার ঘুম স্টেশন থেকে একটি টয় ট্রেন দার্জিলিঙের দিকে যাচ্ছিল। দার্জিলিং রেল স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে মেরি ভিলার কাছে একটি চারচাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় টয় ট্রেনটির। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এর আগেও একাধিকবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে টয়ট্রেন। গত শুক্রবারই শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে সুকনার কাছে উলটে যায় টয়ট্রেনের একটি ইঞ্জিন। তারও আগে দার্জিলিং রেলস্টেশনের অদূরে পার্কিং প্লাজ়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে ঐতিহ্যবাহী খেলনাগাড়ি।