ওয়েব ডেস্ক : বিদেশে চাকরি নেওযার আগে সাবধান হন। কারণ, চাকরির টোপ দিযে নিযে গিযে প্রায় দাসত্ব করানো হয় অনেক জায়গায় এতে যুক্ত থাকে ভারতীয়রাও। যেমন ইতালির একটি ঘটনা সামনে এসেছে। সেখানে তারাচাঁদ তানওয়ার নামে রাজস্থানের এক বাসিন্দা ব্যবসা করেন। তিনি চাকরির টোপ দিয়ে কয়েকসো ভারতয়কে ইতালিতে নিয়ে প্রায় দাসত্ব করানোর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। ইতালির আদালত জানিয়েছে, তারাচাঁদ ভারতীয়দের নিয়ে এমন কাজে নিয়োগ করে দিতে, যেখানে সপ্তাহে সাতদিন ১২ ঘম্টা কাজ, কোনও ছুটি নেই। শরীর খারাপ হলেও কাজ করতে হতো। এভাবে তারাচাঁদ ৫৩টি অ্যাকাউন্টের মাধ্যমে এক দশকে প্রায় ৮ কোটি টাকা কামিয়েছেন। ইতালির আদালত তাকে এক বছর কারাদণ্ড দিয়েছে ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
প্রসিকিউটর, মার্কো ব্রুসেগান, তানওয়ারকে জানান যে তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শেষ হয়েছে এবং তার অভিযুক্তের অনুরোধ করার জন্য যথেষ্ট প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

ইতালিতে চাকরির টোপ দিয়ে ভারতীয়দের অত্যাচার, প্রতারণা, জেল এক ভারতীয় দালালের
Leave a Comment