আমুদরিয়া নিউজ ডেস্কঃ স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাবস্ত হওয়া আসামীকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। আজ শিলিগুড়ি আদালতের অ্যাডিশনাল সেশন জাজ (পকসো) অনিতা মেহেত্রা মাথুর ওই সাজা শুনিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামীর নাম মহম্মদ আব্বাস।
জানা গিয়েছে, ২০২৩ সালের ২১ আগস্ট মাটিগারার জঙ্গলের ভিতরে একাদশ শ্রেনীর এক ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে মহম্মদ আব্বাস। ধর্ষণের সময় ভয়ঙ্কর ভাবে শারীরিক অত্যাচার করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। এরপর পরিচয় গোপনের জন্য ওই ছাত্রীর মুখ ইট দিয়ে থেথলে দেওয়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ তদন্তে নেমে মহম্মদ আব্বাস নামের ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। এরপর একাধিক সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে অভিযুক্তকে দোষী সাবস্ত করা হয়। এদিন তাঁর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়।
এদিন রায় দেওয়ার সময় শিলিগুড়ি আদালতের সামনে ব্যাপক ভির জমতে দেখা যায়। নির্যাতিতার পরিবারের লোকজনকেও আদালত চত্বরে দেখা যায়।