ওয়েব ডেস্ক : পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ক্রিকেটার ইমরান খানের মুক্তির দাবিতে বড় বিক্ষোভ হয়েছে। তাতে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে। ইমরান খানের দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে পিটিআইয়ের কর্মীদের সংঘর্ষ হয়। তা ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
৮ সেপ্টেম্বর, রবিবার ইসলামাবাদের উপকণ্ঠে সমাবেশ হয়। প্রায় এক বছর ধরে জেলে রয়েছেন ইমরান। তাঁর মুক্তির দাবিতে দলের তরফে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এর আগে দুটি তোশাখানা মামলায় তাঁর সাজা স্থগিত হয়েছে। তিনি ইসলামাবাদ হাইকোর্টে একটি মামলায় খালাস পান।

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পাকিস্তানে
Leave a Comment